এখন কেমন আছেন জ্যোতিপ্রিয়? কী খাচ্ছেন? প্রকাশিত বুলেটিন, দেখতে যেতে পারে ইডি

এখন কেমন আছেন জ্যোতিপ্রিয়? কী খাচ্ছেন? প্রকাশিত বুলেটিন, দেখতে যেতে পারে ইডি

79d04aeaf9a64c86e7deace6544364c0

কলকাতা: রেশন বণ্টন ‘দুর্নীতি’ মামলায় ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যার প্রকাশিত বুলেটিনে এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর কী কী রোগ ধরা পড়েছে, কী কী পরীক্ষা করা হয়েছে, সবটাই বুলেটিনে জানানো হয়েছে।

শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে শুনানি চলার সময় অসুস্থ হয়ে পড়েন বালু৷ সংজ্ঞা হারান তিনি৷ এর পরেই আদালতের নির্দেশে তাঁকে অ্যাম্বুলেন্সে করে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি মধুমেয় রোগে আক্রান্ত৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, পরীক্ষা করার পর হাইপারগ্লাইকেমিয়া (রক্তে অত্যধিক শর্করা), রেনাল ইমপেয়ারমেন্ট (কিডনির অসুখ), ডাইসিলেক্‌ট্রোলিটেমিয়া, প্রি-সিঙ্কোপ (সংজ্ঞা হারানোর অনুভূতি) ইত্যাদি উপসর্গ ধরা পড়েছে। সেই অনুযায়ী চিকিৎসাও শুরু হয়েছে। এ ছাড়াও, হাইপারটেনশন রয়েছে জ্যোতিপ্রিয়ের৷  

শনিবার একাধিক পরীক্ষা করা হয়েছে বালুর৷ তাঁর হৃদ্‌যন্ত্র এবং স্নায়ু সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ডায়াবেটিস এবং মেরুদণ্ডের পরীক্ষাও করানো হবে বলে জানা গিয়েছে। তাঁর সুগার লেভেলের কথা মাথায় রেখে নরম, অর্ধতরল খাবার দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর৷  পাশাপাশি তাঁর ‘হল্টার মনিটরিং’-ও শুরু হয়েছে৷  ক্রমাগত তাঁর হৃদযন্ত্রের দিকে নজর রাখা হচ্ছে। আগামী সোমবার জ্যোতিপ্রিয়ের হৃদ্‌যন্ত্রের আরও কয়েকটি পরীক্ষা করে দেখা হবে। সে দিন সম্ভবত ‘টিল্ট টেস্ট’ করা হবে তাঁর৷ হৃদ্‌রোগের সম্ভাবনা আছে কি না, সেটা বুঝতেই এই পরীক্ষা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *