হৃদ্‌রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন! শোরগোল আন্তর্জাতিক মহলে

হৃদ্‌রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন! শোরগোল আন্তর্জাতিক মহলে

vladimir putin

মস্কো:  হৃদ্‌রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি টেলিগ্রাম চ্যানেল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এই খবরে আন্তর্জাকিত মহলে শোরগোল পড়েছে। ব্রিটেনের সংবাদমাধ্যম মিরর-এ এই খবর প্রকাশিত হয়েছে৷

জেনারেল এসভিআর নামে ওই টেলিগ্রাম চ্যানেলটির পোস্ট থেকে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবনের শোয়ার ঘরে থাকার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন পুতিন। তিনি মাটিতে পড়ে যান৷ তাঁর পড়ে যাওয়ার শব্দ পেয়েই ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা৷ তাঁরাই পুতিনকে উদ্ধার করেন। নিরাপত্তারক্ষীরা ঘরে ঢুকে দেখেন, বিছানার পাশে টেবিল উল্টে পড়ে আছেন প্রেসিডেন্ট। চিকিৎসকদের তড়িঘড়ি খবর দেওয়া হয়৷ তাঁরা এসে পুতিনকে সুস্থ করে তোলেন৷

যদিও এর আগেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত নানা জল্পনা শোনা গিয়েছে৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর আকছাড়। তবে তাঁর গতিবিধি অনুধাবন করা সহজ নয়৷ বরাবরই তা গোপনীয়তার চাদরে মোড়া। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবরও প্রকাশ করে না ক্রেমলিন। তাই পুতিন সত্যিই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন, তা হলফ করে বলা যায় না৷ কারণ এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেয়নি মস্কো৷ 

যে টেলিগ্রাম চ্যানেল পুতিনের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে, সেখানে প্রায়ই রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তবে সেই দাবির প্রেক্ষিতে কোনও প্রামাণ্য নথি পাওয়া যায় না। ওই চ্যানেলের দাবি, পুতিনের ঘনিষ্ঠমহলের সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে। সেখান থেকেই তাঁদের হাতে তথ্য আসে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *