kolkata
কলকাতা: অক্টোবর ফুরনোর আগেই দক্ষিণবঙ্গ জুড়ে শরতের হিমেল পরশ৷ শীত আসার আমেজ বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে মানুষ৷ যদিও শীত আসতে এখনও ঢের দেরি। তবে শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হেমন্ত৷ তাপমাত্রা কমেছে বেশ খানিকটা। আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার পরে ফের চড়বে পারদ৷
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম৷ কোথাও ১৮, কোথাও ১৯, কোথাও আবার ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল পারদ৷ পাহাড়ে তাপমাত্রা ছিল আরও কম। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিন তাপমাত্রা রকমফের ঘটবে না। তবে নভেম্বরের শুরুর দিকে খানিকটা চড়বে উষ্ণতার পারদ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে।