নয়াদিল্লি: কমপক্ষে ১৩,৫০০ কোটি টাকার পিএনবি ঋণ প্রতারণা কাণ্ডে প্রত্যর্পণ এড়াতে ভারতের নাগরিকত্বই ছেড়ে দিলেন অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি৷ সম্প্রতি ভারতীয় হাই কমিশনের দপ্তরে তার পাসপোর্ট জমা করে দিয়েছেন তিনি৷ সঙ্গে দিয়েছেন ১৭৭ ডলার৷ বর্তমানে ক্যারিবিয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগাতে রয়েছেন হীরের গয়না প্রস্তুতকারী গীতাঞ্জলি গ্রুপের কর্ণধার৷ সেখানকার নাগরিকত্বও পেয়ে গিয়েছেন৷
সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মেহুল চোকসি দ্বৈত নাগরিকত্বের অধিকারি হতে পারেন না৷ মেহুলকে ভারতে প্রত্যর্পণ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি অ্যান্টিগা সরকার৷ সেই সম্ভাবনা শুরুতে বিনাশ করতেই তাঁর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ এর আগেও মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে সিবিআই৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরানোর তোড়জোড় আগেই শুরু হয়েছিল৷ কিন্তু, এত কিছুর তৎপরতার পরও ভারত সরকারের হাতের নাগালের বাইরেই বেরিয়ে গেল প্রতারক মেহুল চোকসি৷
হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে প্রত্যর্পণ নিয়ে আগেই অ্যান্টিগুয়া সরকারের থেকে সবুজসংকেত পেছিল কেন্দ্রীয় সরকার৷ যত দ্রুত সম্ভব নীরব মোদির মামাকে প্রত্যর্পণ করা হবে বলে আশ্বাস দিয়েছে অ্যান্টিগুয়া সরকার৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ চলাকালীনই সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন এ দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দু’ দেশের বিদেশমন্ত্রীর বৈঠকেই এ ব্যাপারে অ্যান্টিগুয়া সরকার আশ্বাস দেয় বলে জানা গিয়েছে৷ কিন্তু, আশ্বাস মিললেও বাস্তাবে তার তফাতটা খুব সহজেই এবার চোখে পড়ল বলেই মনে করা হচ্ছে৷
গত বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার ঘটনা সামনে আসার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন হীরে ব্যবসায়ী নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি। এরপর মামা-ভাগ্নেকে ধরতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে এ দেশের সরকারকে।
Sources: Mehul Choksi has surrendered his Indian passport to High Commission in Guyana. Whenever an Indian citizen acquires foreign nationality he’s expected to surrender his Indian passport. India continues to pursue Choksi’s return with Antigua through diplomatic&legal channels pic.twitter.com/3DSLeHvovh
— ANI (@ANI) January 21, 2019