৯ জন কোটিপতির মোট সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সম্পদের সমান: রিপোর্ট

নয়াদিল্লি: নোটবন্দি, জিএসটি কিংবা আর্থনীতিতে কড়া কড়ি করেও কিছুই হল না দেশের৷ প্রকাশিত অক্সফ্যামের রিপোর্ট অন্তত তাই বলছ৷ গত বছর বছরের নিরিখে দেশের সাধারণ মানুষ আরও পিছিয়ে পড়েছে বলেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে৷ ধনীদের হাতেই চলে গিয়েছে দেশের চার ভাগের তিন ভাগ সম্পত্তি৷ জাতীয় সম্পট অখন ভারতীয় শিল্পপতীদের দখলে চলে গিয়েছে৷ দেশের ন’জন কোটির সম্পদ দেশের

3 stocks recomended

৯ জন কোটিপতির মোট সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সম্পদের সমান: রিপোর্ট

নয়াদিল্লি: নোটবন্দি, জিএসটি কিংবা আর্থনীতিতে কড়া কড়ি করেও কিছুই হল না দেশের৷ প্রকাশিত অক্সফ্যামের রিপোর্ট অন্তত তাই বলছ৷ গত বছর বছরের নিরিখে দেশের সাধারণ মানুষ আরও পিছিয়ে পড়েছে বলেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে৷ ধনীদের হাতেই চলে গিয়েছে দেশের চার ভাগের তিন ভাগ সম্পত্তি৷ জাতীয় সম্পট অখন ভারতীয় শিল্পপতীদের দখলে চলে গিয়েছে৷ দেশের ন’জন কোটির সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সমনা বলে চাঞ্চল্যক তথ্য উঠে এসেছে৷

অক্সফ্যামের রিপোর্ট বলছে, ভারতের ১০ শতাংশের হাতে রয়েছে মোট জাতীয় সম্পদের ৭৭.৪ শতাংশ৷ মাত্র ১ শতাংশের হাতে রয়েছে ৫১.৫৩ শতাংশ সম্পদ। ৬০ শতাংশ মানুষের হাতে মাত্রই ৪.৮ শতাংশ সম্পদ৷ ভারতের ৯ জন কোটিপতির সম্পদ ৫০ শতাংশ মানুষের সম্পদের সমান৷ সমীক্ষা দেখাচ্ছে, এই বৈষম্যের মূল শিকার মহিলা ও শিশুরা৷ গতবছর প্রতিদিন দেশের কোটিপতিদের সম্পদ বেড়েছে ২২০০ কোটি টাকা৷ দেশের মাত্র ১ শতাংশ ধনীর সম্পদের বহর বেড়েছে ৩৯ শতাংশ৷ জনসংখ্যার অর্ধেকের সম্পদ বেড়েছে ৩ শতাংশ বলে সোমবার রিপোর্ট প্রকাশ্যে এনেছে অক্সফ্যাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *