রেল স্টেশনে পিৎজা মেশিন বসাল IRCTC

মুম্বই: স্টেশনে নেমে খিদে পেলে আর আপনাকে হন্যে হয়ে ঘুরতে হবে না৷ মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনটি প্রথম অটোমেটিক পিৎজা মেশিন বসিয়েছে আইআরসিটিসি৷ এই মেশিনে কয়েন ফেললেই পিৎজা মেনু ভেসে উঠবে স্ক্রিনে৷ কী ধরনের পিৎজা খাবেন, অর্থাৎ, ওই পিৎজায় কী কী টপিংস থাকবে, কী সস থাকবে তা পছন্দ করে নির্ধারিত দাম মিটিয়ে দিন মেশিনেই, কয়েক মিনিটের

3 stocks recomended

রেল স্টেশনে পিৎজা মেশিন বসাল IRCTC

মুম্বই: স্টেশনে নেমে খিদে পেলে আর আপনাকে হন্যে হয়ে ঘুরতে হবে না৷  মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনটি প্রথম অটোমেটিক পিৎজা মেশিন বসিয়েছে আইআরসিটিসি৷ এই মেশিনে কয়েন ফেললেই পিৎজা মেনু ভেসে উঠবে স্ক্রিনে৷ কী ধরনের পিৎজা খাবেন, অর্থাৎ, ওই পিৎজায় কী কী টপিংস থাকবে, কী সস থাকবে তা পছন্দ করে নির্ধারিত দাম মিটিয়ে দিন মেশিনেই, কয়েক মিনিটের মধ্যে গরমাগরম পিৎজা তৈরি হয়ে বেরিয়ে আসবে মেশিন থেকে৷

টপিংস-সস ভেদে সাড়ে ১০ ইঞ্চি ব্যাসের একটি পিৎজার দাম পড়বে ১৫০ টাকা থেকে ৩০০ টাকা৷ এই ধরনের অটোমেটিক পিৎজা মেশিন অন্য রেল স্টেশনগুলিতেও বসানো হবে এবং তার জন্য বুয়েনো ইন্সটা পিৎজা প্রাইভেট লিমিটেড ও আউল টেক প্রাইভেট লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আইআরসিটিসি৷ পিৎজা মেশিন ছাড়াও রেল স্টেশনগুলিতে পপকর্ন, আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাইজ প্রভৃতির অটোমেটিক মেশিনও বসানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =