TATA-কে দিতে হবে ৭০০ কোটি টাকার বেশি! বড় ধাক্কা খেল রাজ্য

TATA-কে দিতে হবে ৭০০ কোটি টাকার বেশি! বড় ধাক্কা খেল রাজ্য

tata

কলকাতা: সিঙ্গুরের জমি নিয়ে ‘আরবিট্রেশনে’ জয় পেল টাটা মোটরস। আর তাই রাজ্য সরকারকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে মোটা অঙ্কের টাকা। সিঙ্গুরে গাড়ি কারখানা করতে না পারায় মূলধন বিনিয়োগে ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল গোষ্ঠী। সেই ইস্যুতেই বড় ধাক্কা খেল রাজ্য সরকার। জানা গিয়েছে, বাংলার সরকারের কাছ থেকে ৭৬০ কোটি টাকা পেত তারা, এর সঙ্গে যুক্ত হবে ৬ কোটি টাকা সুদ। 

ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ডব্লুবিআইডিসি টাটা গোষ্ঠীকে এই ক্ষতিপূরণ দেবে বলে জানা গিয়েছে। সোমবার স্টক এক্সচেঞ্জকে সংস্থার তরফে জানানো হয়েছে, টাটা মোটরস এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে আরবিট্রেশন চলছিল। রাজ্য সরকারের কাছে তারা ক্ষতিপূরণ চেয়েছিল। অবশেষে ৩০ অক্টোবর সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ট্রাইবুনালের সদস্যরা। তাতেই ঠিক হয় রতন টাটার শিল্পগোষ্ঠী টাটা মোটরস ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে রাজ্যের কাছ থেকে। 

আসলে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই মোতাবেক ১১ শতাংশ হারে সুদ দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি মামলার খরচ বাবদ ১ কোটি টাকাও দিতে হবে রাজ্যকে, এমনটাও জানানো হয়েছে। তবে রাজ্য সরকারের কাছে সুযোগ আছে এই রায়ের বিরুদ্ধে ডব্লিউবিআইডিসি আদালতে যাওয়ার। এই নির্দেশকে চ্যালেঞ্জও করতে পারে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *