অজানা উৎস থেকে কত কোটি টাকার অনুদান তহবিলে ঢুকিয়েছে বিজেপি?

নয়াদিল্লি: জাতীয় রাজনৈতিক দলগুলির যে অর্থসংগ্রহ করে, তার ৫০ শতাংশ সংগ্রহ হয় অজানা উৎস থেকে, তা গোপন থাকে৷ এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইলেকশন ওয়াচডগ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর৷ এডিআরের প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৭-১৮ সালের আয়কর রিটার্ন ও অর্থ সংগ্রহের যে হিসাব নির্বাচন কমিশনে পেশ করেছে রাজনৈতিক দলগুলি তা থেকে এই তথ্য সংগ্রহ

3 stocks recomended

অজানা উৎস থেকে কত কোটি টাকার অনুদান তহবিলে ঢুকিয়েছে বিজেপি?

নয়াদিল্লি: জাতীয় রাজনৈতিক দলগুলির যে অর্থসংগ্রহ করে, তার ৫০ শতাংশ সংগ্রহ হয় অজানা উৎস থেকে, তা গোপন থাকে৷ এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইলেকশন ওয়াচডগ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর৷

এডিআরের প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৭-১৮ সালের আয়কর রিটার্ন ও অর্থ সংগ্রহের যে হিসাব নির্বাচন কমিশনে পেশ করেছে রাজনৈতিক দলগুলি তা থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে৷ দেশের ছয়টি জাতীয় রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, সিপিআই, বিএসপি, তৃণমূল কংগ্রেস ও এনসিপি’র আয়-ব্যয়ের হিসাবের নথি খতিয়ে দেখে এই তথ্য জানা গিয়েছে৷

এডিআর জানিয়েছে, এই ছয় দলের উল্লিখিত বছরে মোট অর্থসংগ্রহ হয়েছে ১ হাজার ২৯৩.০১ কোটি টাকা৷ এর মধ্যে ৬৮৯ কোটি টাকা এসেছে অজানা উৎস থেকে৷ যা মোট সংগ্রহের ৫৩ শতাংশ৷ এই অজানা উৎসের থেকে ৮০ শতাংশ অর্থাৎ ৫৫৩ কোটি টাকা সংগ্রহ করেছে বিজেপি’র৷ অজানা উৎসের ৩১ শতাংশ টাকা অর্থাৎ ২১৫ কোটি টাকা বিজেপি’র এসেছে বন্ড থেকে৷ নয়া এই পরিসংখ্যান দেখে পর্যবেক্ষক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি বিজেপিকে ভূতে যোগাচ্ছে টাকা?

অন্যদিকে, বিজেপি ছাড়া বাকি পাঁচটি রাজনৈতিক দলের মোট ৩৫৪ কোটি টাকা এসেছে অজানা উৎস থেকে৷ এর মধ্যে ৫১ শতাংশ অর্থ এসেছে অজানা উৎসের ২০ হাজার টাকার নিচে দেওয়া চাঁদা থেকে৷ এদিকে ছয় রাজনৈতিক দলের মাত্র ৩৬ শতাংশ অর্থাৎ ৪৬৭ কোটি টাকা সংগ্রহ হয়েছে পরিচিত উৎস থেকে৷

নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের অনুদানের তালিকা নিয়ে যে নথি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ২০ হাজার টাকার উপর অনুদান সংগ্রহ হয়েছে মাত্র ১৬ লক্ষ টাকা৷ বর্তমানে বন্ড ছাড়া যারা ২০ হাজার টাকার নিচে অর্থ প্রদান নিয়ে রাজনৈতিক দলের অর্থপ্রদানকারীদের কোনও পরিচয় রাখার প্রয়োজন পড়ে না৷ এদিকে সিপিআই(এম) জাতীয় রাজনৈতিক দল হলেও তাদের ২০১৭-১৮সালের অর্থসংক্রান্ত নথি না পাওয়ায় তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 15 =