arpita
কলকাতা: শিক্ষার পর রেশন দুর্নীতি, ফের শিরোনামে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। নেপথ্যে ‘ম্যানগ্রোভ’! যে সিনেমার প্রযোজনা করেছিলেন রেশন দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান। শুধু তাই নয়৷ জানা গিয়েছে, ‘ম্যানগ্রোভ’ সিনেমার পরিচালক সৌরভ মুখোপাধ্যায় নাকি খাদ্য দফতরেরই এক কর্মী। অন্যদিকে, সিনেমার গল্প লিখেছিলেন খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়েন।
২০১৪ সালে তৈরি হয় ‘ম্যানগ্রোভ’৷ যার প্রযোজক ছিলেন বাকিবুর রহমান৷ ওই সিনেমায় অর্পিতা ছাড়াও দেখা গিয়েছিল রাখি সাওয়ান্ত, নাইজেলের মতো অভিনেতাদের। সৌরভের কথায়, খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়েন ‘ম্যানগ্রোভ’-এর গল্পটি লিখেছিলেন৷ যেটা পড়ে তাঁর ভালো লাগে। এই গল্প নিয়ে সিনেমা তৈরি করার উদ্যোগ নেন। এর আগেও নাকি ছোটখাটো সিনেমা তৈরি করেছিলেন সৌরভ। আগের সিনেমার প্রযোজকের কাছে যান তিনি। কিন্তু, ওই প্রযোজক টাকা দিতে রাজি হননি৷ পার্থসারথিকে বিষয়টি জানালে তিনি বাকিবুরের কথা বলেন। সৌরভ আরও জানান, ওই সিনেমা তৈরির জন্য প্রাথমিক ভাবে ৭০ লক্ষা টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে খরচ আরও ১০ থেকে ১২ লাখ টাকা বাড়ে৷ তবে বাকিবুরের বিষয়ে সৌরভ এর চেয়ে বেশি কিছু জানতেন না বলেই জানান সৌরভ৷