নয়াদিল্লি: আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন এমডি ও চিফ এগজিকিউটিভ অফিসার ছন্দা কোছারকে বরখান্ত করল ব্যাংক কর্তৃপক্ষ। ছন্দা কোছারের বিরুদ্ধে ঋণ প্রদানে অনিয়মের পাশাপাশি বেশ কিছু অভিযোগ উঠেছে। বুধবার আইসিআইসি ব্যাংকের তরফে ছন্দা কোছার সংস্থার নিয়ম-নীতি ও অভ্যন্তরীণ নীতি লঙ্ঘন করার কথা জানানো হয়।
উল্লেখ্য, ২০১২ সালে ভিডিয়োকন গ্রুপকে ৩,২৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল আইসিআইসিআই ব্যাংক। অভিযোগ, ছন্দা কোছারের স্বামী ও পরিবারের সদস্যরা সেই ঋণের মাধ্যমে উপকৃত হয়েছেন। ঋণ দেওয়ার কয়েক মাস পর ভিডিয়োকনের হেড ভেণুগোপাল ধূত নুপাওয়ার অপর একটি কোম্পানিতে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেন। ছন্দা কোছারের স্বামী ছিলেন সেই কোম্পানিটির প্রতিষ্ঠাতা। ছন্দা কোছারের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। ব্যাংকের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।