নয়াদিল্লি: এরপর বাজেট অধিবেশন পর্যন্ত আরও নতুন কী কী চমক আসবে? শুধু দেশবাসী নয়, নরেন্দ্র মোদি তথা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও রীতিমতো রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে লোকসভা ভোটের আগে মোদি সরকারের আরও একাধিক ঘোষণার জন্য। এবার সরকারের পঞ্চম বছর। সুতরাং পূর্ণাঙ্গ বাজেট হবে না।
বৃহস্পতিবার লোকসভার সর্বশেষ অধিবেশন শুরু হয়েছে। চলবে মাত্র দু’সপ্তাহ। আজ ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী পীযূষ গয়াল পেশ করবেন ভোট অন অ্যাকাউন্ট। পরিভাষায় যদিও সেটি তিন মাসের আয়ব্যয়ের হিসাব তথা ব্যয়বরাদ্দ। কিন্তু সরকারের কোনও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করতে বাধা নেই। সুতরাং আসন্ন ভোট অন অ্যাকাউন্টে যে বেশ কিছু উপহার আসতে চলেছে তা নিয়ে সংশয় নেই রাজনৈতিক মহলের। কৃষক মহল আশা করছে তাদের জন্য থাকবে বড়সড় সুরাহার প্রতিশ্রুতি। মধ্যবিত্ত আশা করছে অবশেষে এই পঞ্চম বছরে এসে বাজেটে পাওয়া যাবে আয়কর ছাড়ের বিপুল সুখবর। কর্মহীন যুবসম্প্রদায় মনে করছে জীবিকার নির্দিষ্ট সন্ধান আসতে চলেছে নতুন কোনও ঘোষণায়। বাজেটের জন্য অপেক্ষা না করে তার আগেই সংরক্ষণ থেকে জিএসটি, একের পর এক ভোট উপহার দিচ্ছেন মোদি। সেই প্রেক্ষিতেই গোটা দেশ উৎসুক এরপর কী সেটা জানার জন্য।