বার্তা ছিল পাশে থাকার! তৃণমূলের বিজয়া সম্মেলনে বাদ বালুর ছবি, দূরত্ব বাড়াচ্ছে দল?

বার্তা ছিল পাশে থাকার! তৃণমূলের বিজয়া সম্মেলনে বাদ বালুর ছবি, দূরত্ব বাড়াচ্ছে দল?

1d7d11d0fbaf2c72520af0a60e3846d7

কলকাতা:  রেশন বন্টন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরে পাশে থাকার বার্তা দিয়েছিল দল। কিন্তু, হঠাৎ করেই বদলে গেল ছবি৷ উত্তর ২৪ পরগনার যে অঞ্চলে এতদিন জ্যোতিপ্রিয় ছিল মধ্যমনি, সেখানে দলীয় কর্মসূচি থেকে উধাও হল তাঁর ছবি৷ স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি বালুর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করল দল৷  

২০১১ সালে বিধানসভা ভোটের পর থেকেই উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমায় তৃণমূলের যে কোনও কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবিটা ছিল চেনা৷ কিন্তু বুধবার তৃণমূলের বাগদা পূর্ব ব্লকের বিজয়া সম্মেলনের ব্যানার ও ফ্লেক্সে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল না বালুর ছবি। বরং চোখে পড়ল তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের ছবি। ছবিতে বালুর ছবি না থাকা প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘‘দলের নির্দেশই আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না।’’ তাঁর কথায়, সম্ভবত স্থানীয় বিধায়ক হওয়ায় দলের কর্মীরা তাঁর ছবি দিয়েছেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *