ED
কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত রয়েছেন ইডি হেফাজতে। তবে মন্ত্রীমশাইয়ের খাবার আসছে তাঁর বাড়ি থেকে। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ইডি-র কর্তারা৷ সে কারণেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্য আসা খাবার নিয়ে অতিসাবধানী কেন্দ্রীয় সংস্থা। তারা বালুর বাড়ি থেকে আসা খাবার পরীক্ষা করিয়ে তবেই দিচ্ছেন মন্ত্রীর পাতে। আর পরীক্ষা করাচ্ছেন মন্ত্রীর বাড়িরই লোককে দিয়ে।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ৩০ নভেম্বর গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মঙ্গলবার রাত থেকে তাঁকে হেফাজতে পেয়েছে ইডি। তবে গত ৪৮ ঘণ্টায় ইডি হেফাজতে বাড়ির খাবারই খাচ্ছেন মন্ত্রী। তবে সেই খাবার নিরাপদ কি না তার পরীক্ষার জন্য তা আগে খেতে বলা হচ্ছে মন্ত্রীর বাড়ির লোককেই। বালু ডায়াবেটিসের রোগী৷ রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হয় তাঁকে। ওষুধও খান অনেকগুলি। আদালতে সে কথা জানিয়েছিলেন বালু। ওই দিন শুনানির মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন বনমন্ত্রী৷ এর পরেই আদালতে জ্যোতিপ্রিয়ের পরিবার তাঁর জন্যে বাড়ি থেকে খাবার পাঠানোর আর্জি জানায়৷ ইডি সেই আবেদনের বিরোধিতা করলেও তা মঞ্জুর করেন বিচারক। বিচারক জানান, ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়ের জন্য বাড়ি থেকেই খাবার আসবে৷