ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে সুখবরও! শীতের আগমনী বর্তা দিল হাওয়া অফিস

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে সুখবরও! শীতের আগমনী বর্তা দিল হাওয়া অফিস

78b8951b59b76b55375fdc7e3bdad318

কলকাতা: দক্ষিণবঙ্গজুড়ে এখন প্রাক শীতের আমেজ। একদম ভোর ও রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব৷ অথচ দিনে বেশ গরম৷ রীতিমতো ঘাম ঝরছে। এদিকে, নমেম্বর মাস পড়ে গিয়েছে৷ কবে পড়বে শীত? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন হাওয়া অফিস দিয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ রাজ্যের পশ্চিম ও উপকূলের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তাহলে কি বৃষ্টি থামলেই আসবে শীত?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব দিক থেকে হাওয়া বাতাস। ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। আপাতত পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। ৩ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রাও ধীরে-ধীরে বাড়বে৷ স্বভাবতই কমবে শীতের আমেজ৷ আগামিকাল পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের ঘটবে না৷ আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়৷  ৫ নভেম্বর বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে৷ তবে উত্তরের বাকি জেলাগুলি শুকনোই থাকবে৷ বৃষ্টির পর মেঘ সরলে ফের পারদ নামতে পারে৷ ৭ তারিখের পর কলকাতায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে৷ তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের দেরী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *