Unveiling
কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর মুখোমুখি বসিয়ে বাকিবুরকে প্রশ্ন করতে চেয়েছিলেন ইডি-র আধিকারিকরা৷ যদিও সেটা সম্ভব হয়নি৷ তবে ধৃত ব্যবসায়ী বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছে, তার ভিত্তিতে জেরা করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে৷
ইতিমধ্যেই বাকিবুর এবং বালুর মধ্যে আর্থিক লেনদেনের সূত্র খুঁজে পেয়েছে ইডি। বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারেছেন যে, দুই দফায় বালুকে ৮০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি৷ জেরার বাকিবুর জানিয়েছে, ওই টাকা নাকি মন্ত্রীর অনুরোধে ঋণ দিয়েছিলেন তিনি।
বাকিবুরের এক হোয়াটসঅ্যাপ চ্যাটে সেখা ছিল ‘MIC’-কে টাকা দিয়েছে তিনি। এই ‘MIC’ আসলে মিনিস্টার ইন চার্জ বা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেই অনুমান দন্তকারীরা। এদিকে ইডি জানতে পেরেছেন, মন্ত্রীর কনভয়েই নাকি থাকত বাকিবুরের গাড়ি৷ একজন চাল ব্যবসায়ীর গাড়ি কীভাবে মন্ত্রীর কনভয়ে থাকত, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান গ্রেফতার হতেই উঠে আসে জ্যোতিপ্রিয়র নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে। বাকিবুরের ফ্ল্যাট থেকেও সরকারি দফতরের প্রচুর স্ট্যাম্প পাওয়া গিয়েছে।