rain
কলকাতা: উপকূলের খুব কাছে সাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত৷ এর ফলে এ রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে জলীয় বাষ্প৷ এই ঘূর্ণাবর্তের জেরে আজ এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভবনা রয়েছে। আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি থামলে আগামী সপ্তাহ থেকে নামতে থাকবে পারদ।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
তবে হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের মেঘ সরলে আগামী সপ্তাহ থেকে ফের তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। এবং আগামী সপ্তাহে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে৷ আগামী শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। সেদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। তবে ওই দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে৷ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি থেমে যাবে। সেদিন ফের রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে৷