ভোটের মুখে কমল রান্নার গ্যাসের দাম, কত হল জানেন?

নয়াদিল্লি: রান্নার গ্যাসের দাম কমেছে। দিল্লি,মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো শহরে রান্নার গ্যাসের দাম কমেছে। হিসেব বলছে দাম কমেছে গড়ে ০.৩ শতাংশ। দিল্লিতে ভর্তুকি আছে এমন সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৩.৫৩ টাকা। মুম্বইতে দাম ৪৯১.১৯ টাকা। কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাসের দাম দাঁড়িয়েছে ৪৯৬.৫৭ টাকা৷ ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট থেকেই এই তথ্য উঠে এসেছে৷ এলপিজি গ্যাস সম্পর্কে জেনে নিন

imagesmissing

ভোটের মুখে কমল রান্নার গ্যাসের দাম, কত হল জানেন?

নয়াদিল্লি: রান্নার গ্যাসের দাম কমেছে। দিল্লি,মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো শহরে রান্নার গ্যাসের দাম কমেছে। হিসেব বলছে দাম কমেছে গড়ে ০.৩ শতাংশ। দিল্লিতে ভর্তুকি আছে এমন সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৩.৫৩ টাকা। মুম্বইতে দাম ৪৯১.১৯ টাকা। কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাসের দাম দাঁড়িয়েছে ৪৯৬.৫৭ টাকা৷ ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট থেকেই এই তথ্য উঠে এসেছে৷

এলপিজি গ্যাস সম্পর্কে জেনে নিন দশটি তথ্য:

  • চেন্নাইতে দাম ৪৮১. ৩৪ টাকা৷
  • দিল্লি এবং মুম্বইতে গত মাসে দাম ছিল যথাক্রমে ৪৯৪. ৯৯ টাকা এবং ৪৯২. ৬৬ টাকা।
  • এ মসে রান্নার গ্যাসের দাম কমেছে গড়ে ০.৩ শতাংশ।
  • ভর্তুকি নেই এমন রান্নার গ্যাসের দাম দিল্লি, কলকাতা,মুম্বই এবং চেন্নাইতে দাম যথাক্রমে ৬৫৯, ৬৮৩, ৬৩০ এবং ৬৭৩ টাকা৷
  • আগে এই দাম গুলি ছিল ৬৮৯ টাকা, ৭১৪ টাকা, ৬৬০ টাকা এবং ৭০৪ টাকা।
  • কলকাতায় গ্যাসের দাম কমেছে ৪. ৫ শতাংশ।
  • এ নিয়ে টানা তিন মাসে কমেছে রান্নার গ্যাসের দাম৷
  • নভেম্বর মাসে ভর্তুকি আছে এমন সিলিন্ডারের দাম ছিল ৫০৫. ৩৪ টাকা, ৫০৩.১১ টাকা, ৯৩৯ টাকা এবং 912 টাকা৷
  • বছরে ১২টি করে রান্নার গ্যাসের দামের উপর ভর্তুকি।
  • ভর্তুকির পরিমাণ কী হবে সেটা প্রতি মাসে ঠিক হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *