ভোটের মুখে PF সুদের হার সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার সম্ভবত অপরিবর্তিতই রেখে দেওয়া হচ্ছে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের সুদের হার। ২০১৭-১৮ আর্থিক বছরে ইপিএফে ৮.৫৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ অর্থবর্ষেও সুদের সেই হার একই রেখে দেওয়ার সম্ভাবনাই প্রবল। ইপিএফের সুদের হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ ফেব্রুয়ারি

imagesmissing

ভোটের মুখে PF সুদের হার সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার সম্ভবত অপরিবর্তিতই রেখে দেওয়া হচ্ছে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের সুদের হার। ২০১৭-১৮ আর্থিক বছরে ইপিএফে ৮.৫৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্র।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ অর্থবর্ষেও সুদের সেই হার একই রেখে দেওয়ার সম্ভাবনাই প্রবল। ইপিএফের সুদের হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ ফেব্রুয়ারি জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদ। তবে সেই বৈঠকে ইপিএফের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির বিষয়টিও এজেন্ডায় থাকবে কি না, তা নিয়ে জোর জল্পনা সৃষ্টি হয়েছে।

কারণ লোকসভা ভোটের আগে সম্ভবত এটিই ইপিএফওর শেষ অছি পরিষদের বৈঠক। সেক্ষেত্রে ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ নিয়ে সিদ্ধান্ত নিতে হলে তা নিয়ে আগামী ২১ ফেব্রুয়ারির বৈঠকেই আলোচনা করতে হবে সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *