tmc
কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷তবে তাঁর দাবি, তিনি নিদোর্ষ৷ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সোমবার বালু কী বলবেন, আপাতত সে দিকেই তাকিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার তেমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রিয়নাথ মল্লিক রোডের পার্টি অফিস থেকে তিনি জানান, জ্যোতিপ্রিয় বলছেন তিনি ৬ তারিখ অর্থাৎ সোমবার প্রমাণ করে দেবেন যে তিনি নির্দোষ। তাই তারা এখন ৬ তারিখের অপেক্ষায় রয়েছেন। সুব্রত বলেন, ‘‘উনি নিজে হয়তো কোনও একটি জায়গায় পৌঁছেছেন বা পৌঁছবেন। নিশ্চয়ই সেই বিষয়ে কোনও যৌক্তিকতা বা সত্যতা রয়েছে।’’
ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর বালু বলেছিলেন, “আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সবটাই জানে।” তিনি দলের সঙ্গে রয়েছেন কি না প্রশ্ন করা হলে বনমন্ত্রী বলেছিলেন, “আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেছিলেন। নিজেকে ‘মুক্ত’ বলে দাবি করার পর কিছুটা খাপছাড়া ভাবেই মন্ত্রী বলেছিলেন, “আর চার দিন পর…।” ফলে বালু নিজেকে নির্দোশ প্রমাণ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার৷