jyotipriya
কলকাতা: ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। সোমবার আদালতে পেশ করা হবে মন্ত্রীকে৷ তার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডি-র কলকাতার দফতর সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় তাঁকে। সেখানে উপস্থিত সংবাদমধ্যমের সামনে বালু তিন বার বলেন, “আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।”
এর পর তিনি ফের বলেন, “এরা যেটা করেছে, তা অন্যায়৷ ওরা অনৈতিক কাজ করেছে।” তবে আদালতের উপর ভরসা রয়েছে তাঁর৷ মন্ত্রী বলেন, “কোর্ট নিশ্চয়ই বিচার করবে।” তবে কে বা কারা ‘অন্যায়’ করছে, কারা ‘অনৈতিক’ কাজ করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি জ্যোতিপ্রিয়৷
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বালুকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। গত শুক্রবার ইডি যখন তাঁকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে নিয়ে যাচ্ছিল, তখন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছিলেন, দিন চারেক পরেই সবাই সব কিছু জানতে পারবেন৷ তাঁর কথার ভিত্তিতেই মনে করা হচ্ছে এদিন আদালতে ‘বোমা ফাটাতে পারেন’ মন্ত্রী৷ তিনি কী বলেন, সেটাই দেখার অপেক্ষা৷