গ্র্যাচুইটিতে আয়কর ছাড়ের বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আয়কর ছাড়ের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় সরকার৷ গ্র্যাচুইটিতে ২০ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে বলে জানা গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে অবসর নেওয়া কয়েক লাখ চাকরিজীবী উপকৃত হবেন৷ Income Tax Exemption for Gratuity under Section 10(10)(iii) of the Income Tax Act has been enhanced to Rs. 20 lakh. Would benefit

3 stocks recomended

গ্র্যাচুইটিতে আয়কর ছাড়ের বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আয়কর ছাড়ের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় সরকার৷ গ্র্যাচুইটিতে ২০ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে বলে জানা গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে অবসর নেওয়া কয়েক লাখ চাকরিজীবী উপকৃত হবেন৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইট করে জানান, আয়কর আইনের ১০ (১০)(iii) ধারায় গ্র্যাচুইটিতে আয়কর ছাড়ের পরিমাণ ২০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে৷ এতে সরকারি কর্মী ও পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় না পড়া অন্যান্য কর্মীরা উপকৃত হবেন৷  গ্র্যাচুইটিতে আয়কর ছাড়ের সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত আদতে গ্র্যাচুইটি আইনে সাম্প্রতিক সংশোধনের জের বলেই মনে করা হচ্ছে৷

গত অর্থবর্ষে বেসরকারি ক্ষেত্রের কর্মীদের সর্বোচ্চ করমুক্ত গ্র্যাচুইটির পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ২০ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়৷ রাজ্যসভায় কোনও আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট ‘পেমেন্ট অব গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮’ পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার৷

যেসব শ্রমিক-কর্মচারী কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে একটানা পাঁচ বছর কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই অবসর গ্রহণের পর গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ১০ জন বা তার বেশি হওয়া বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 9 =