ATM কার্ড ও পিন নম্বর ছাড়াই তোলা যাবে টাকা, নয়া সুবিধা দিল SBI

নয়াদিল্লি: এটিএম থেকে টাকা তুলতে আর লাগবে না কোনও কার্ড৷ গ্রাহকদের সুবিধার্থে কার্ডলেস টাকা তোলার নয়া পরিষেবা চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ এই প্রথম গোটা দেশে চালু হল নয়া পরিষেবা৷ এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, YONO নামের অ্যাপ চালু করেছে এসবিআই। এই অ্যাপেই নতুন ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে এ বার

imagesmissing

ATM কার্ড ও পিন নম্বর ছাড়াই তোলা যাবে টাকা, নয়া সুবিধা দিল SBI

নয়াদিল্লি: এটিএম থেকে টাকা তুলতে আর লাগবে না কোনও কার্ড৷ গ্রাহকদের সুবিধার্থে কার্ডলেস টাকা তোলার নয়া পরিষেবা চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ এই প্রথম গোটা দেশে চালু হল নয়া পরিষেবা৷

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, YONO নামের অ্যাপ চালু করেছে এসবিআই। এই অ্যাপেই নতুন ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে এ বার কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে।

YONO অ্যাপ কী? সংস্থার তরফে জানানো হয়েছে, ‘অল ইন ওয়ান’ অ্যাপ। অর্থাৎ এর মাধ্যমে সব রকমের লেনদেন করা হয়। এ বার এই অ্যাপ এই চালু করা হচ্ছে ‘কার্ডলেস ক্যাশ উইথড্রল ফ্রম এটিএম’ সিস্টেম। এর জন্য প্রথমে স্মার্টফোনে YONO অ্যাপ ডাউনলোড করতে হবে।

এটিএম থেকে টাকা তোলার জন্য এই অ্যাপেই একটি ৬ সংখ্যার YONO ক্যাশ পিন নম্বর দেওয়া হবে। স্টেট ব্যাঙ্কের এটিএমে গিয়ে সেই পিন নম্বর দিলেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ড দিলেই টাকা বেরিয়ে আসবে৷ অর্থাৎ টাকা তুলতে আর এটিএম কার্ড বা এটিএম পিন কার্ড লাগবে না৷ শুধুমাত্র ফোনে YONO ক্যাশ পিন নম্বর ও ওটিপি নম্বর দিলেই টাকা তোলা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *