এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টেও পড়তে পারে ভোটের প্রভাব, কীভাবে জানেন?

নয়াদিল্লি: চলছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসব৷ ১১ এপ্রিল ভোট উৎসবের সূচনা৷ ভোটের দিন যতই এগিয়ে আসছে, দেশজুড়ে ততই বাড়ছে ভোটের উত্তাপ৷ কিন্তু, ভোটের উত্তাপের মাঝে আর এক দফা কমতে পারে সুদের হার৷ আশঙ্কা প্রকাশ দেশের অর্থনীতিক কারবারিদের৷ পর্যবেক্ষক মহলের আশঙ্কা, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার, শিল্পোৎপাদনের যে পরিসংখ্যান সামনে এসেছে তাতেই ভোটের মুখে সুদের হার

imagesmissing

এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টেও পড়তে পারে ভোটের প্রভাব, কীভাবে জানেন?

নয়াদিল্লি: চলছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসব৷ ১১ এপ্রিল ভোট উৎসবের সূচনা৷ ভোটের দিন যতই এগিয়ে আসছে, দেশজুড়ে ততই বাড়ছে ভোটের উত্তাপ৷ কিন্তু, ভোটের উত্তাপের মাঝে আর এক দফা কমতে পারে সুদের হার৷ আশঙ্কা প্রকাশ দেশের অর্থনীতিক কারবারিদের৷

পর্যবেক্ষক মহলের আশঙ্কা, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার, শিল্পোৎপাদনের যে পরিসংখ্যান সামনে এসেছে তাতেই ভোটের মুখে সুদের হার আর এক বার কমার সম্ভাবনা দেখছেন তাঁরা৷ কেননা, আগামী ৪ এপ্রিল দেশের ঋণনীতি ঘোষণা করতে চলেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই দিনই আরবিআই গভর্নরের নেতৃত্বাধীন ছয় সদস্যের মানিটরি পলিসি কমিটি সুদের হার ০.২৫ শতাংশ পয়েন্ট কমাতে পারে৷

কিন্তু, কেন এই আশঙ্কা? পর্যবেক্ষক মহলের ধারনা, যেহেতু জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে পণ্য-পরিষেবার খুচরো দরে সংশোধিত মূল্যবৃদ্ধির হার ২.৫৭ শতাংশ বেড়েছে৷ গত মাসে মূল্যবৃদ্ধির হার বাড়েছে৷ ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ও মানিটরি পলিসি কমিটির চুক্তি অনুযায়ী, ঋণনীতি ও সুদের হার বাড়ানো কমানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য রাখা হয় পণ্য-পরিষেবার খুচরো দরে মূল্যবৃদ্ধির উপর৷ পর্যবেক্ষক মহলের আশঙ্কা,  পণ্য-পরিষেবার খুচরো দরে মূল্যবৃদ্ধির হার ২ শতাংশ থেকে ৬ শতাংশ মধ্যে সীমাবদ্ধ রাখতে সুদের হার কমাতে পারে আরবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *