২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের ৬ নম্বর বৃদ্ধি মামলায় হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ

২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের ৬ নম্বর বৃদ্ধি মামলায় হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ

sc

কলকাতা: ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় (টেট) ছ’টি ভুল প্রশ্নের নিরিখে পরীক্ষার্থীদের ছ’নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সোমবার সেই নির্দেশের উপরেই অন্তর্বর্তী  স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

২০১৪ সালে টেট পরীক্ষায় বসেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার প্রার্থী৷ পাশ করেন ১ লক্ষ ২০ হাজার। ২০১৬ ও ২০২০ সালে উত্তীর্ণদের দু’দফায় নিয়োগ দেওয়া হয়৷ বাকিরা অবশ্য প্যানেলেই থেকে যান। কিন্তু ২০১৪ সালের টেটে ৬টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ ওঠে। হাই কোর্ট জানায়, যে ছ’টি প্রশ্ন ভুল ছিল, সেগুলিতে অতিরিক্ত নম্বর দেওয়া হোক৷ এতে আরও কয়েক হাজার পরীক্ষার্থী পাশ করতে পারবে৷  বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলাতেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =