কতটা অনিশ্চিত শহর কলকাতার জনজীবন? কী বলছে সমীক্ষা?

কলকাতা: ব্যস্ত কলকাতায় জীবন কেমন? কতটা অনিশ্চিত শহর কলকাতার জীবন? সারা দেশে করা এক সমীক্ষায় উঠে এসেছে নানা তথ্য। কলকাতা বলছে, বেঁচে থাকা জুড়ে চরম অনিশ্চয়তা, এমন উপলব্ধি এখানকার ৬৮ শতাংশ মানুষের৷ সমীক্ষায় অন্যতম ‘ফোকাস’ ছিল কলকাতা। এখানে মানুষ ঠিক কী রকমের অনিশ্চয়তায় ভোগেন, কোন কোন সামাজিক ও আর্থিক বিষয় তাঁদের নানা ভাবনার মধ্যে ঠেলে

3 stocks recomended

কতটা অনিশ্চিত শহর কলকাতার জনজীবন? কী বলছে সমীক্ষা?

কলকাতা: ব্যস্ত কলকাতায় জীবন কেমন? কতটা অনিশ্চিত শহর কলকাতার জীবন? সারা দেশে করা এক সমীক্ষায় উঠে এসেছে নানা তথ্য। কলকাতা বলছে, বেঁচে থাকা জুড়ে চরম অনিশ্চয়তা, এমন উপলব্ধি এখানকার ৬৮ শতাংশ মানুষের৷

সমীক্ষায় অন্যতম ‘ফোকাস’ ছিল কলকাতা। এখানে মানুষ ঠিক কী রকমের অনিশ্চয়তায় ভোগেন, কোন কোন সামাজিক ও আর্থিক বিষয় তাঁদের নানা ভাবনার মধ্যে ঠেলে দেয়, তা থেকে বেরিয়া আসার জন্য কোন কোন পথ খোঁজেন তাঁরা, সেসব নিয়েই সমীক্ষাটি চালানো হয়। সেখানে দেখা যাচ্ছে, ৫১ শতাংশ মানুষ বলছেন, গত তিন বছর আগেও হয়তো তাঁরা জীবনের অনিশ্চয়তা নিয়ে ততটা ভাবতেন না। কিন্তু এখন দিন বদলেছে। চাকরির বাজারে মন্দা বা নিজের চাকরির টালমাটাল অবস্থা তাঁদের এসব ভাবতে শেখাচ্ছে। ঠিকভাবে বেঁচে থাকতে গেলে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতে গেলে মাস শেষে মাইনের অঙ্কটা যত ভারী হওয়া দরকার, ততটা না হওয়াও অনেকটা অনিশ্চিত করে দেয় জীবন। নিজে এবং নিজের পরিবাকে টিকিয়ে রাখবেন কী করে, ৯২ শতাংশ মানুষকে সেই চিন্তা কুরে কুরে খায়৷

সমীক্ষায় দেখা যাচ্ছে, রোজগারের অন্তত ২৫ শতাংশ জমানোর তালিকায় আছেন শতকরা মাত্র ৩৪ জন। কিন্তু অবসরের সময়টুকু নিশ্চিন্তে কাটাতে চাকরির প্রথম দিন থেকে যে টাকা জমানো খুব দরকার, তা মানেন ৪৫ শতাংশ মানুষ। সমীক্ষাটির দাবি, দেশের ১৩টি শহরে যে চিত্র উঠে এসেছে, সেখানে অনিশ্চয়তায় কলকাতা সবচেয়ে কম ভোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =