ed
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুজো মিটতেই সক্রিয় কেন্দ্রীয় এজেন্স৷ আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে তাঁকে৷ কাল ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার হাজিরা দেবেন অভিষেক।
গতকাল ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন৷ অনুগামীদের মন রেখে হাসিমুখে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। কিন্তু এদিনই আসে ইডির নোটিশ৷ ফের নিয়োগ দুর্নীতিতে তলব করা হয় ডায়মন্ড হারবারের সাংসদকে৷
নিয়োগ তদন্তে নেমে গত ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি৷ কিন্তু দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকায় সে বার যেতে পারেননি। গত ৯ অক্টোবর তাঁকে আবার তলব করা হয়। সে বারও হাজিরা দেননি অভিষেক। গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডির হাতে তুলে দেন তৃণমূল সাংসদ। পুজোপর্ব মিটতেই ফের এল ইডির সমন। তবে এবার তিনি ইডির দফতরে যাবেন বলেই জানিয়েছে তৃণমূল।
অভিষেককে তলব প্রসঙ্গে শশী পাঁজা বলেন, অভিষেককে বার বার টার্গেট করা হচ্ছে। রাজনৈতিকভাবে তৃণমূলকে ভাঙার চেষ্টা চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় যতবারই অভিষেককে ডাকা হয়েছে, ততবারই তদন্তে সহযোগিতা করেছেন৷ কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, যত ইডি-সিবিআই ডাকবে, ততই স্টেটাস বাড়বে। এদিকে দিলীপ ঘোষের বক্তব্য, এতে নতুন কী আছে! অনেককেই ডাকছে। অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সি যদি মনে করে তদন্তের স্বার্থে অভিষেককে ডাকার প্রয়োজন আছে, তাহলে না ডাকার কোনও কারণ নেই। কেউই আইনের ঊর্ধ্বে নয়।