high court
কলকাতা: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার এই স্থগিতাদেশ দেন বিচারপতি সিদ্ধার্থ রায়৷
সৌমিত্র খাঁয়ের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক বেআইনি মামলা করা হয়েছিল। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ২০২২ সালে নতুন করে এফআইআর করা হয়। ২০১৫ সালে নিরঞ্জন ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে সৌমিত্র খাঁ ৭ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। পরে ২০১৭ সালে তিনি তাঁর নিরাপত্তারক্ষীর হাত দিয়ে দেড় লক্ষ টাকা ফেরতও দেন। পুরো টাকাটাই লেনদেন হয়েছিল নগদে৷ সৌমিত্রর বিরুদ্ধে নতুন করে ২০২২ এর সেপ্টেম্বর মাসে অভিযোগ করা হয়৷ কোতলপুর থানায় অভিযোগ হয়।
এদিকে, রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় একদিন সময় চান সৌমিত্রর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে সে বিষয়ে জানাতে। সওয়াল-জবাবের পর বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর বেঞ্চ আপাতত মামলার তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছেন।আদালতে পুজার ছুটি শেষ হওয়ার দু’সপ্তাহ পর রেগুলার বেঞ্চে শুনানি হবে৷