ভোটের মুখে সুদের হার কমালো RBI, কমতে পারে EMI

নয়াদিল্লি: সুদের হার কমাল RBI৷ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফে৷ রেপ রেট কমায় গৃহ ও গাড়ি ঋণে মিলতে পারে স্বস্তি৷ বিপাকে পড়তে পারেন প্রবীণ নাগরিকরা৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রেপো রেট কমানোর কথা জানান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। এদিন তিনি জানান, রেপো রেট ০.২৫ বেস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করা

3 stocks recomended

ভোটের মুখে সুদের হার কমালো RBI, কমতে পারে EMI

নয়াদিল্লি: সুদের হার কমাল RBI৷ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফে৷ রেপ রেট কমায় গৃহ ও গাড়ি ঋণে মিলতে পারে স্বস্তি৷ বিপাকে পড়তে পারেন প্রবীণ নাগরিকরা৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রেপো রেট কমানোর কথা জানান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। এদিন তিনি জানান, রেপো রেট ০.২৫ বেস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করা হল৷ গত ৭ ফেব্রুয়ারি আরবিআইয়ের তরফে ০.২৫ শতাংশ কমে রেপো রেট কমিয়ে ৬. ২৫ শতাংশ রাখা হয়৷ এবার ভোটের মুখে আরও খানিকটা রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক৷

এখন থেকে ৬ শতাংশ হারে অন্য ব্যাংকে টাকা ধার দেবে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৯-২০ আর্থিক বর্ষের মধ্যে এটা আরবিআইয়ের প্রথম সুদ নীতি। নতুন গর্ভনর শক্তিকান্ত দাসের আমলে দ্বিতীয় ঋণ নীতি।

গত বছরের জানুয়ারি থেকে রেপো রেট ৮ শতাংশই রেখে দিয়েছে শীর্ষ ব্যাংক। মূল্যবৃদ্ধি কমতে থাকায় বেশ কিছু দিন ধরেই বেঞ্চমার্ক সুদ কমানোর জন্য চাপ বাড়ছিল শীর্ষ ব্যাংকের উপর। ব্যাংক ও শিল্পমহলের সঙ্গে চাপ বাড়াচ্ছিল কেন্দ্রীয় সরকারও। এ দিন রেপো রেটও ০.২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে টাকার যোগান বাড়বে বলে দাবি করেছে শীর্ষ ব্যাঙ্ক। রিডার্ভ ব্যাংকের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রত্যাশার চেয়ে আপাতত অনেক নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি।

এ দিন রিজার্ভ যে সুদের হার কমালো তার সুবিধা কিন্তু, বাণিজ্যিক ব্যাংকগুলির বর্তমান ঋণগ্রহীতারা পাবেন না৷ বাণিজ্যিক ব্যাংকগুলি যদি তাদের গৃহঋণে সুদের হার এখন কমায় তবে সেই সুবিধা তাঁরাই পাবেন যাঁরা নতুন গৃহঋণ নেবেন৷ কেননা, নতুন অর্থবর্ষ থেকে ব্যাংকগুলি গৃহঋণ দেওয়া শুরু করেছে তাদের আমানত জোগাড়ের প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট-বেসড লেন্ডিং রেট-এর (এমসিএলআর) ভিত্তিতে৷ আর, বেশিরভাগ ব্যাংকই তাদের গৃহঋণে সুদের হার নির্ধারণ করে ব্যাংকের এক বছরের এমসিএলআর-ভিত্তিতে৷ অর্থাৎ আপনি যে সুদের হারে গৃহঋণ নিয়েছেন সেই সুদের হার ঋণ নেওয়ার এক বছর পর সংশ্লিষ্ট এমসিএলআর-এ বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে বাড়বে বা কমবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =