winter
কলকাতা: নভেম্বরের গোড়াতেই বেশ শীত শীত আমেজ৷ কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, সেই দিন গুনছে বঙ্গবাসী৷ এরই মধ্যে হাওয়া অফিস জানাল, পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়েছে৷ রাজ্যে হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যার ফলে সোমবার থেকেই বাংলার আবহাওয়ায় বদল আসতে শুরু করেছে। ভোরের দিকে এবং সন্ধ্যার পর বেশ শিরশিরানি অনুভূতি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত এমনই পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। কালীপুজোতেও রাজ্যজুড়ে থাকবে ঠান্ডার আমেজ। আকাশ পরিষ্কার থাকায় রোদ ঝলমল করবে৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ সবমিলিয়ে বলা যেতেই পারে, বঙ্গে পৌঁছে গিয়েছে শীতের আগমনী বার্তা৷
হেমন্তের শুরুতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ঢাকা পড়তে পারে শীতের চাদরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রার পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে ২০-২১ ডিগ্রির মধ্যে। মূলত পশ্চিমের জেলাগুলিতে অনেক আগেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে পারদ পতন হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা খানিকটা বাড়বে।