saugata roy
কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার সেই গোপালকেই কাজ না করার অভিযোগে ধমক দিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এ প্রসঙ্গে মুখ খুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও। তাঁর কথায়, “সৌগতদা একজন শিক্ষক, তাই বকেছেন”৷
এদিন, গোপালকে সরাসরি সৌগত বলেন, ‘‘পুরসভাটা ভাল চলছে না। কাজ হচ্ছে না।’ তাঁর কথায়, ‘‘মানুষ পরিষেবা পাচ্ছে না। পুরসভায় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তমাল দত্ত৷ পুরসভা থেকে ময়লার গাড়ি বা অন্য কোনও সুবিধা পেতে তমাল দত্তের অনুমতি নিতে বলা হয়। এই তমাল দত্ত কোন এমন মহাপুরুষ? সে তো সাসপেন্ড হয়ে গিয়েছে!”
তিনি বলেন, “আমাদের মানুষ নির্বাচন করে এই পদে বসিয়েছে, তাঁদের কাজ করার জন্য। তাই পুরপিতারা নিজেরা অন্যান্য আলোচনায় ব্যস্ত না থেকে পুর পরিষেবা মানুষ কী করে পেতে পারে, সেটা নিয়ে আলোচনা করুন।”