fake notes
কলকাতা: দুর্গাপুজোর পর এখন বাঙালি অপেক্ষা করছে কালীপূজোর। তবে তার আগে উদ্বেগের খবর। শহর কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল নোট। সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ গোপন তল্লাশি অভিযান চালিয়ে এই জাল নোট উদ্ধার করেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তাকে আজই তোলা হবে আদালতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপুল পরিমাণ ৫০০ টাকার জাল নোট কলকাতা থেকে পাচার হচ্ছে বলে তারা খবর পায়। সেই প্রেক্ষিতেই অভিযান শুরু হয়। শেষে নারকেলডাঙা থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। তার কাছ থেকে ১২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতের কাছে ৫০০ টাকার ২ হাজার ৪০০টি জালনোট ছিল বলে জানা গিয়েছে। পুলিশ এও জানতে পেরেছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের বৈষ্ণবনগরের মোহনপুরের বাসিন্দা ওই ব্যক্তি।
এদিন আদালত থেকে ধৃতকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। তারা জানতে চায় যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তি এক নয়, তার সঙ্গে আরও অনেকে এই পাচার চক্রে জড়িয়ে আছে। তাই এই নোট কোথা থেকে আনা হয়েছে আর কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, সব তথ্য জানতে চায় পুলিশ।