ed
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা এখনও মেলেনি৷ সুজয়ের কন্ঠস্বর না পেলে হাই কোর্টের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। যদিও এসএসকেএম সূত্রে খবর, ‘কাকু’ কণ্ঠস্বরের নমুনা দিতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।
বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এসএসকেএমে ভর্তি হন সুজয়কৃষ্ণ। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে একাধিক বার এসএসকেএম কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে ইডি। ইডি আধিকারিকরা নিজেরাও হাসপাতালে গিয়ে কথা বলে আসেন। কিন্তু ‘কাকু’ কণ্ঠস্বরের নমুনা কবে মিলবে, সেই সদুত্তর এখনও মেলেনি। সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে কেন এত দেরি হচ্ছে, তা জানতে চেয়েছে ইডি৷ অনেক দিন ধরেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু কাকুর শারীরিক অসুস্থতার কারণে তা এখনও সম্ভব হয়ে ওঠেনি৷