কলকাতা: ইডি-র নজরে থাকা কামারহাটি পুরসভার কাজকর্ম নিয়ে নাখুশ সৌগত রায়৷ চেয়ারম্যান গোপাল সাহাকে রীতিমতো ধমক দিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ এবার সৌগতর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার সৌগত রায়ের বক্তব্যের প্রেক্ষিতে মদন বলেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল সৌগত রায়ের। সাংসদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগও তোলেন তৃণমূলের কালারফুল এই নেতা৷
সম্প্রতি এক জানসভায় বক্তব্য রাখার সময় গোপাল সাহাকে ধমক দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘‘কামারহাটি পুরসভায় ঠিক মতো কাজ হচ্ছে না। মানুষ পরিষেবা পাচ্ছে না। পুরসভায় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন৷ নাম তমাল দত্ত৷ পুরসভা থেকে ময়লার গাড়ি বা অন্য কোন সুবিধা চাইতে হলে তমাল দত্তের অনুমতি নিতে হয়। কে এই তামল দত্ত? কোনও মহাপুরুষ? সে তো সাসপেন্ড হয়ে গিয়েছে।’
সাংসদের এই বক্তব্যের প্রক্ষিতে এদিন কামারহাটির বিধায়ক বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার পিছনে ওঁর অবদানই সবচেয়ে বেশি। উনি মধ্যস্থতা করেছেন৷ দলবিরোধী কাজ করেছেন। তৃণমূল কংগ্রেস এই নিয়ে কমিশন বসালে আমি মুখোমুখি হতে রাজি।’