‘বিদ্রোহ আর চুমুর দিব্যি’…শ্রীলঙ্কায় বিক্ষোভের জনজোয়ারে চুম্বনরত যুগল! ভাইরাল ছবি

‘বিদ্রোহ আর চুমুর দিব্যি’…শ্রীলঙ্কায় বিক্ষোভের জনজোয়ারে চুম্বনরত যুগল! ভাইরাল ছবি

কলম্বো: অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা৷ বিক্ষোভের আঁচে জ্বলছে দ্বীপরাষ্ট্র৷  দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গেতাবায়া রাজাপক্ষে৷ জনগণের দখলে চলে গিয়েছে রাষ্ট্রপতির বাসভবন৷ রাজধানীর রাজপথে নেমেছে মানুষের ঢল৷ চারিদিকে শুধুই বিক্ষোভ৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক যুগলের চুম্বনরত ছবি৷ ভিড়ের মাঝে প্রেমের এই উষ্ণতায় মুগ্ধ বিশ্বদুনিয়া৷ এই দৃশ্য মনে করাচ্ছে সেই বিখ্যাত কবিতা ‘বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। মনে করাচ্ছে সেই বিখ্যাত আহ্বান ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর’৷ 

আরও পড়ুন- শ্রীলঙ্কার এই দুর্গতির জন্য দায়ী রাশিয়া, কেন এমন বললেন জেলেন্সকি?

গত সপ্তাহের শেষে বিদ্রোহের ঢেউ আছড়ে পড়েছিল প্রেসিডেন্টের বাসভবনে৷ গোটা ভবন দখল নিয়ে রীতিমতো দাপিয়ে বেড়ায় বিদ্রোহীরা৷ সাধারণ মানুষের সঙ্গে পথে নামেন ক্রিকেট কিংবদন্তী সনৎ জয়সূর্য৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে সেই আঁচ পেয়ে অবশ্য আগেই রাজভবন ছেড়েছিলেন গোতাবায়া। তারপর থেকেই তাঁর আর কোনও হদিশ মিলছিল না। পরে শোনা যায়, তিনি নাকি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে সেনা বিমানে করে দেশ ছাড়েন রাষ্ট্রপতি। আশ্রয় নেন মলদ্বীপে৷ সেখান থেকে বৃহস্পতিবার তাঁরা বিমানে সৌদি আরব যাচ্ছেন বলে জানা যাচ্ছে। সেখান থেকেই হয়তো ইস্তফা দেবেন৷

প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর উত্তেজনা আরও চরমে উঠেছে। রাজপথ জুড়ে শুধুই মানুষের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে কলম্বোয়। এহেন কঠিন পরিস্থিতির মধ্যেও ওই জুটি ঠোঁটে ঠোঁট রেখে গড়ে তুলল ব্যারিকেট৷ বিদ্রোহের মাঝেই তাঁরা গড়ে তুলল নিজেদের ভালোবাসার জগৎ৷ যদিও হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে তাঁদের এই মগ্ন প্রেম দেখে নানাজনে নানা কথা বলছেন৷  অনেকেই ছুড়ে দিয়েছেন কটাক্ষের তীর৷  অনেকে আবার বিদ্রোহের আবহে প্রেমের এমন স্বতঃস্ফূর্ত প্রকাশের তারিফ করেছেন।