government employees
কলকাতা: আগামী বছর সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড় ঘোষণা হয়ে গেল। পুজোয় ২ সপ্তাহ বেশি ছুটির সুযোগ রয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে তালিকা ঘোষণা করেছে নবান্ন। সাপ্তাহিক শনি ও রবিবারের ছুটি ছাড়াও পুজোর সময় ছুটি বাড়বে। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।
নয়া ছুটির তালিকায় দেখা গিয়েছে, পুজোর ছুটি পড়বে চতুর্থী থেকে। অর্থাৎ ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হবে সোমবার, ৭ অক্টোবর থেকে। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়া থেকেই অঘোষিত পুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এদিকে লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। সব মিলিয়ে তারপর অফিস খুলবে। দেখা যাচ্ছে, ২০২৪ সালে ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন। সব মিলিয়ে মোট ৪৫ দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এর মধ্যেই আবার অনেক ছুটির সঙ্গে বাড়তি ছুটিও মিলবে শনিবার, রবিবার থাকায়। অর্থাৎ টানা ছুটির ফোয়ারা পরের বছর।
এনআই অ্যাক্ট অনুযায়ী দোলযাত্রায় ছুটি থাকবে ২৫ মার্চ। রাজ্য সরকার ২৬ মার্চ ছুটি দিয়েছে। আর ২৩ ও ২৪ মার্চ হল শনি ও রবিবার। ফলে টানা চারদিনের সুযোগ থাকছে দোল উপলক্ষ্যে। অন্যদিকে, ১২ জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। সেদিন ছুটির সঙ্গে আর দুদিন বাড়তি ছুটি পাওয়া যাবে। কারণ তারপরের দুদিন শনি ও রবিবার। এমনভাবে পুজোর পরও বাড়তি ছুটির একাধিক সুবিধা মিলবে।