weather
কলকাতা: রাত পোহালেই কালীপূজো। হাওয়া অফিস স্বস্তি দিয়ে আগেই জানিয়েছে যে, রবিবার বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং হালকা শীতের একটা প্রভাব থাকবে, বিশেষত বিকেলের পর থেকে। কিন্তু তারপর? ভাইফোঁটার আগে বা সেদিন বৃষ্টিপাত হবে কিনা তা নিয়ে চিন্তা বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে চলেছে। তাই বৃষ্টির ভ্রূকুটি আছে।
আগামী ১৫ তারিখ এই নিম্নচাপ তৈরি হতে পারে তাই অনুমান করা হচ্ছে, এর জেরে তাপমাত্রা কিছু বাড়বে। একই সঙ্গে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনাও। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও বাকি কিছু উপকুলবর্তী জেলায় আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বে কালীপুজো ও দীপাবলিতে শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়ার আভাস মেলেনি। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে আবহাওয়ার তেমন বদল ঘটবে না। শেষ কয়েক দিনের মতো সামান্য বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত কিছু জেলায়।
আপাতত যা জানা গিয়েছে, বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটতে চলেছে দক্ষিণবঙ্গে। তার আগে পর্যন্ত সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকবে। উত্তরে হাওয়ার বহরও থাকবে আগের মতো। যদিও বৃষ্টিপাত হলে তা বেশিদিন স্থায়ী করবে না বলেই জানিয়েছে হাওয়া মহল।