কলকাতা: দীর্ঘদিন ধরেই চলছিল পরকীয়া৷ তবে সেই আঁচ পাননি স্ত্রী৷ অবশেষে গোপনে জমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা নিয়ে পগারপাড় স্বামী৷ স্ত্রী, সন্তানদের ছেড়ে সোজা প্রেমিকার কাছে পালালেন নন্দকুমারের এক ব্যক্তি। এদিকে স্বামীকে খুঁজে দিতে নন্দকুমার থানায় হাজির হন সাওড়াবেড়্যা-জালপাই গ্রামের ওই গৃহবধূ।
তিনি জানান, গত ২৩ অক্টোবর বিকেল ৫টা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে বেরন। পরে তিনি জানতে পারেন, এক প্রতিবেশীর কাছে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একটা জমি বিক্রি করেন তাঁর স্বামী। সেই টাকা নিয়েই চম্পট দিয়েছেন৷ তিনি আরও জানতে পারেন, তমলুক থানার ঘোলচক গ্রামের এক যুবতীর সঙ্গে তাঁর স্বামীর প্রণয়ের সম্পর্ক ছিল। সেই যুবতীর সঙ্গেই নতুন করে সংসার পাততে গিয়েছেন তাঁর স্বামী। বছর ৩৯-এর ওই যুবক আগে মোটর ভ্যান চালাতেন। তারপর হলদিয়ায় কাজ নেন৷ এক পরিবহণ ব্যবসায়ীর গাড়ি দেখভাল করতেন৷ তাঁর ১৯ বছরের এক মেয়ে ও ১৩ বছরের একটি ছেলেও রয়েছে। কয়েকমাস আগে মেয়ের বিয়ে দিয়ছেন। কিন্তু স্ত্রী এতদিন জানতেই পারেননি যে স্বামীর পরকীয়া রয়েছে। শেষপর্যন্ত ওই যুবকের সর্বক্ষণের সঙ্গী এক ব্যক্তিকে সালিশি সভায় ডাকা হয়। সেখানেই তিনি গোটা বিষয়টি সামনে আনেন৷