mamata banerjee
কলকাতা: রাত পোহালেই শ্যামাপুজো। প্রতি বছরই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজোর আয়োজন করা হয়৷ এবারও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়িতে তাই পুজো নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে। জোরকদমে চলছে কালীপুজোর আয়োজন। ঘটা করেই প্রচি বছর পুজোর আয়োজন করা হয়৷ মুখ্যমন্ত্রী নিজের হাতে ভোগ রান্না করেন।
প্রতি বছর মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় আমন্ত্রিত থাকেন বিশিষ্টজনেরা৷ রাজ্যপাল থেকে শুরু করে দলের বিধায়ক–সাংসদ, বিশিষ্ট ক্রিড়াবিদ, সেলিব্রিটি৷ থাকে খাওয়া দাওয়ার আয়োজন৷ এই বছর মায়ের ভোগের মেনুতে কোন কোন পদ থাকবে, তা নিয়ে অনেকের মনেই আগ্রহ রয়েছে৷
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতি বছর যেমন আয়োজন করা হয় এবারও তেমনই আয়োজন করা হবে৷ দিদির নির্দেশে এবছরও আমাদের বাড়ির কালীপুজো মুক্ত দ্বার। যে কেউ আসতে পারেন। রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেতা ও অভিনেত্রীরা তো বটেই অসংখ্য সাধারণ মানুষও আমাদের বাড়ির কালীপুজোয় আসেন। তবে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেন বলে কড়া নিরাপত্তার বন্দোবস্তও করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘সারা বছরই দিদি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। এই একটা দিন আমরা পরিবারের সদস্যরা তাঁকে কাছে পাই। আর এবাক মায়ের ভোগে থাকছে— খিচুড়ি, লাবড়া, আলু–বেগুনের মতো পাঁচ রকমের ভাজা৷ সঙ্গে চাটনি আর পায়েস।’