PF-এ সুদের হার চূড়ান্ত করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত আমানতের উপর ৮.৬৪ শতাংশ হার সুদ দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ কেন্দ্রীয় অর্থমন্ত্র এই প্রস্তাবে সায় দিয়েছে৷ এর ফলে দেশের সংগঠিত ক্ষেত্রের ৬ কোটিরও বেশি কর্মী উপকৃত হবেন৷ ২০১৭-১৮ বর্ষে এই সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ৷ গত ফেব্রুয়ারিতে তিন বছর পর পিএফে সুদের হার অনেকটাই

imagesmissing

PF-এ সুদের হার চূড়ান্ত করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত আমানতের উপর ৮.৬৪ শতাংশ হার সুদ দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ কেন্দ্রীয় অর্থমন্ত্র এই প্রস্তাবে সায় দিয়েছে৷ এর ফলে দেশের সংগঠিত ক্ষেত্রের ৬ কোটিরও বেশি কর্মী উপকৃত হবেন৷ ২০১৭-১৮ বর্ষে এই সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ৷ গত ফেব্রুয়ারিতে তিন বছর পর পিএফে সুদের হার অনেকটাই বৃদ্ধি ঘটায় কেন্দ্র৷

২০১৭-১৮ আর্থিক বছরের ভিত্তিতে দেশের প্রায় ছ’কোটি ইপিএফ গ্রাহকের জন্য ৮.৫৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন৷ গত তিন বছরে ইপিএফে সুদের হার ক্রমাগত কমিয়েছে কেন্দ্র৷ কিন্তু, ভোটের কথা ভেবে বৃদ্ধির পথে হাটে কেন্দ্র৷

২০১৫-১৬ সালের ভিত্তিতে যেখানে ৮.৮ শতাংশ হারে সুদ পেতেন ইপিএফ গ্রাহকেরা, ২০১৬-১৭ সালের ভিত্তিতে তা কমে দাঁড়ায় বার্ষিক ৮.৬৫ শতাংশ হারের সুদে৷ ২০১৭-১৮ সালের ভিত্তিতে তা আরও কমিয়ে বছরে ৮.৫৫ শতাংশ করা হয়৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত শ্রেণির মানুষের পকেটে টান পড়েছে৷ ফলে ২০১৮-১৯ সালের ইপিএফ সুদের হার বাড়িয়ে কিছুটা হলেও স্বস্তি দেয় কেন্দ্র৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *