কলকাতা: দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন বাসুদেব আচারিয়া। সোমবার দুপুরে মৃত্যু হল বাঁকুড়ার প্রাক্তন সিপিএম সাংসদের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সোশ্যাল মাধ্যমে এই খবর জানিয়েছে তাঁর দলই। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক মহলে শোকের পরিবেশ।
২০১৪ সালে শেষবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাসুদেব আচারিয়া। তবে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের কাছে তিনি হেরে যান। তারপর থেকে আর রাজনৈতিক লড়াইয়ের ময়দানে আর দেখা যায়নি তাঁকে। পশ্চিমবঙ্গ সিপিএম দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ”সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ কমরেড বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন। বাম-গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”
জানা যায়, শারীরিক অসুস্থতার কারণেই এই মঞ্চ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। তবে ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন। জানা গিয়েছে, এতদিন ধরে হায়দরাবাদে চিকিৎসাধীন ছিলেন বাসুদেব আচারিয়া। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।