সেভিং অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে SBI, বিপাকে বহু গ্রাহক

নয়াদিল্লি: পয়লা মে থেকে কয়েকটি নিয়মে পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই পরিবর্তন বেশি করে চোখে পড়ছে। এক লাখ টাকা বা তার বেশি রয়েছে সঞ্চয় আছে, এমন অ্যাকাউন্টের উপর সুদের হার কমিয়ে দিচ্ছে এসবিআই। আগে এ ধরনের অ্যাকাউন্টে সুদ পাওয়া যেত ৩.২৫ শতাংশ৷ এখন সেটা কমে হচ্ছে ২.৭৫ শতাংশ। এসবিআইয়ের

3 stocks recomended

সেভিং অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে SBI, বিপাকে বহু গ্রাহক

নয়াদিল্লি: পয়লা মে থেকে কয়েকটি নিয়মে পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই পরিবর্তন বেশি করে চোখে পড়ছে। এক লাখ টাকা বা তার বেশি রয়েছে সঞ্চয় আছে, এমন অ্যাকাউন্টের উপর সুদের হার কমিয়ে দিচ্ছে এসবিআই।

আগে এ ধরনের অ্যাকাউন্টে সুদ পাওয়া যেত ৩.২৫ শতাংশ৷ এখন সেটা কমে হচ্ছে ২.৭৫ শতাংশ। এসবিআইয়ের ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরা হয়েছে। এপ্রিল মাসের গোড়ার দিকে রেপো রেট কমিয়ে দেয় আরবিআই। আগে রেপো রেট ছিল ৬. ২৫ শতাংশ। এখন তা কমে হয়েছে ৬ শতাংশ।

এসবিআইয়ের নতুন নিয়ম সম্পর্কে যে পাঁচটি তথ্য আপনাকে জানতে হবে:

স্বল্পমেয়াদি ঋণ ও সেভিংস আকাউন্টের সুদের হার কী হবে তা এখন থেকে রেপো রেটের সঙ্গে তাল মিলিয়ে চলবে৷

ব্যাংকের ব্যালেন্স শিট যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্তের কথা হেঁটেছে এসবিআই।

১ লাখ টাকার কম রাখলে সুদ পাওয়া যাবে ৩.৫ শতাংশ হারে।

ব্যাংকের তরফে আগেই বলা হয়েছিল, সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার কম থাকবে বা এক লক্ষ টাকার কম ঋণ নেওয়া থাকলে তার সঙ্গে রেপো রেটের যোগাযোগ থাকবে না৷ তার মানে রেপো রেট বাড়া বা কমার সঙ্গে সুদের হার ওঠা পড়া করবে না৷ কিন্তু, তা পরিবর্তন হতে চলেছে৷

এ মাসের গোড়ায় গৃহ ঋণের উপর সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এসবিআই। ৩০ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে এখন ৮.৬০ থেকে ৮. ৯০ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয় এখন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fourteen =