fire
কলকাতা: অল্প দিনের ব্যবধানে আবার আগুন লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়। এবার কলকাতা মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন লাগল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এমসিএইচ বিল্ডিংয়ের চার তলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগারে আগুন লেগেছিল। যদিও শেষ মুহূর্তের খবর অনুযায়ী, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
আগুন লাগার খবর পাওয়ার পর খুব দ্রুতই মেডিক্যাল কলেজে পৌঁছে যায় দমকল। পাঁচটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যেহেতু ল্যাবে আগুন লেগেছে এবং সেখানে কেউ বা কোনও রোগী ছিলেন না, তাই কাউকে সরাতে হয়নি। হতাহতেরও কোনও খবর নেই। কী ভাবে আগুন লেগেছে, সেই কারণ খতিয়ে দেখছে দমকল। তবে তাদের প্রাথমিক অনুমান, গবেষণাগারের কোনও সরঞ্জাম থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
দুদিন আগেই কলকাতার চাঁদনি চকের ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লাগে। গত সেপ্টেম্বর মাসে চাঁদনি চক মার্কেট সংলগ্ন একটি বহুতল ভবনে আগুন লেগেছিল। তারও আগে চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে আগুন লাগে।