সইফুদ্দিন খুনে লাখ টাকার সুপারি! জয়নগরকাণ্ডে দায়ের হল তিন-তিনটি মামলা

সইফুদ্দিন খুনে লাখ টাকার সুপারি! জয়নগরকাণ্ডে দায়ের হল তিন-তিনটি মামলা

Murder

কলকাতা: তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার জয়নগর৷ সোমবার সকালে নামাজ পড়তে যাওয়ার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়৷ অনুমান, ভাড়াটে খুনি দিয়েই খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। তদন্তের গোড়া থেকেই সন্দেহ তদন্তকারীদের।পুলিশের একটি সূত্রে খবর, সইফুদ্দিন লস্করকে খুনের জন্য এক লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। সেই ভাড়াটে খুনিদের সম্ভবত বাইরে থেকে আনা হয়েছিল। তদন্ত চলার মাঝেই তিনটি মামলা রুজু করেছে পুলিশ। একটি মামলা হয়েছে সইফুদ্দিন খুনের, একটি মামলা পিটিয়ে মারার ঘটনায় এবং তৃতীয় মামলাটি দায়ের করা হয়েছে একের পর এক বাড়ি পোড়ানোর ঘটনায়।

সোমবার ভোরে দুষ্কৃতীদের হাতে খুন হন সইফুদ্দিন। দিনভর তদন্তের পর পুলিশের অনুমান, আচমকা রাগের বশে সইফুদ্দিনকে খুন কেউ করেননি। বরং এটা পরিকল্পনা মাফিক খুন৷  সকালের দিকে রাস্তা ফাঁকা থাকে, সেই কারণে সকালের সময়কেই বেছে নিয়েছে আততায়ীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =