আবারও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর, পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ

আবারও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর, পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ

 

কলকাতা: দুর্গাপুজো পেরিয়ে কালীপূজোও শেষ। শীতের হালকা আমেজও তৈরি হয়েছে। চলতি মাসের শেষের দিক থেকে ঠান্ডা পড়ার কথাও আছে। কিন্তু ডেঙ্গির প্রকোপ কমার কোনও লক্ষণ নেই। এখনও পর্যন্তও মশাবাহিত এই রোগে মৃত্যুর খবর আসছে শহর তথা রাজ্য থেকে। সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে আরও একজনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে খবর। 

হাসপাতাল সূত্রে খবর, শেষ ক’দিন ধরেই ওই রোগী জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা ওই ব্যক্তির ডেঙ্গি পরীক্ষা করানো হয়েছিল। তাতে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। গত কয়েকমাস ধরে রাজ্যজুড়ে এইভাবেই ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর খবর আসছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকারের তরফে একাধিক ব্যবস্থা করা হলেও ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করা যেন সম্ভবই হচ্ছে না। ফলে সাধারণ মানুষের আতঙ্ক আরও বাড়ছে। 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একাধিকবার বৈঠক করে পুরসভা এবং জেলায় জেলায় বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। ফিভার ক্লিনিক চালু করা থেকে শুরু করে মশা নিয়ে সচেতনতা বৃদ্ধি সবই করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির যে তেমন কোনও পরিবর্তন এখনও আসেনি তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =