আজ বিকেল: সোনা প্রিয় বাঙালি এখন আর পালা পার্বণে স্বর্ণকারের দোকানে যাওয়ার সাহস দেখায় না। কেননা দামের বহড়ে সোনা এমনভাবে নিজেকে ঘিরেছে যে তাতে হাত দিলে নিশ্চিত ছ্যাঁকা লাগবে।অক্ষয় তৃতীয়ার আগে ফের বাড়ল সোনার দাম। গতকাল পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও আজ সোমবারই কলকাতার বাজারে গ্রাম পিছু সোনা ছুঁয়েছে ১১ হাজার ৭৬০ টাকা।
জানা গিয়েছে, সম্প্রতি সোনার দাম কমে যাওয়ায় লাভের আশা করেছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে অক্ষয় তৃতীয়ার আগে ফের দাম বাড়ায় মধ্যবিত্তের বিকিকিনির হিসেবে টান পড়েছে। তবে স্বস্তির বিষয় হল ২২ ক্যারেটের গয়নার দাম েকই থাকলেও ২৪ ক্যারেটের গয়নার দাম হু হু করে বেড়ে গিয়েছে। মূলত প্রতি গ্রামেই বেড়েছে দাম।
সবমিলিয়ে হিসে যা দাঁড়াচ্ছে, তা হল ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৩,৩১৭.৬০ টাকা (বেড়েছে ১১৭.৬০ টাকা), ৮ গ্রাম সোনার দাম ২৬,৫৪০.৮০ টাকা (বেড়েছে ৯৪০.৮০ টাকা), ১০ গ্রাম সোনার দাম ৩৩,১৭৬ টাকা (বেড়েছে ১,১৭৬ টাকা), ১০০ গ্রাম সোনার দাম ৩,৩১,৭৬০ টাকা (বেড়েছে ১১.৭৬০ টাকা) ৷