কলকাতা: এরাজ্যে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখতে ছ’টি মার্কিন সংস্থার প্রতিনিধিদল কলকাতায় এল। বৃহস্পতিবার বেঙ্গল চেম্বারে তাঁদের হাজির করে কলকাতার মার্কিন কনসাল জেনারেল প্যাটি হফম্যান বলেন, আমরা ভারতের সঙ্গে ব্যবসা বৃদ্ধিতে বরাবরই উৎসাহী।
পারস্পরিক বাণিজ্য বৃদ্ধিতে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ট্রেড উইন্ডস’। কিন্তু তার পাশাপাশি আমেদাবাদ, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও শিল্প মহলের সঙ্গে আলোচনা করতে উৎসাহী মার্কিন ব্যবসায়ীরা। পূর্ব ভারতে কোন কোন ক্ষেত্রে লগ্নি হতে পারে, তা নিয়ে এদিন আলোচনা করেন ওই প্রতিনিধিরা।
এদিন কনসাল জেনারেল জানিয়েছেন, আজ, শুক্রবার কমার্স দপ্তরের অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়ান স্টেফ কলকাতায় আসছেন এখানকার বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে।