biometric
কলকাতা: রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে আসছে একাধিক নিয়ম৷ এবার থেকে সই-সাবুদের বিয়েতে চালু হচ্ছে বায়োমেট্রিক৷ রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদনের সময়ই হবু দম্পতির মধ্যে যে কোনও একজনের বায়োমেট্রিক লাগবে বলে জানানো হয়েছে।
সামনেই আসছে বিয়ের মরশুম৷ তবে এই শীতেই বিয়ে করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে পাত্র-পাত্রীকে। প্রতারণার ফাঁদ এড়াতেই বিয়েতেও বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার৷ এছাড়াও বলা হয়েছে বিয়েতে যে তিনজন সাক্ষী থাকবেন তাঁদেরও বায়োমেট্রিক প্রয়োজন হবে। ম্যারেজ রেজিস্ট্রারের কাছেই এবার থেকে থাকবে বায়োমেট্রিক নেওয়ার মেশিন৷ আইন দফতরের রেজিস্ট্রার জেনারেল ম্যারেজ অফিসের নির্দেশানুসারে আগামী ১ নভেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। রেজিস্ট্রি ম্যারেজ বায়োমেট্রিক ছাড়া হবে না।
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের রেজিস্ট্রি করার জন্য প্রয়োজনীয় তথ্য এবং নথি সহ দুই পক্ষকেই ৩০ দিন আগে আবেদন করতে হয়। তবে হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি হলে বিয়ের জন্য নির্ধারিত তারিখের আগে প্রায় সাত দিন সময় লাগে। দুই ক্ষেত্রে রেজিস্ট্রার যে সময় উল্লেখ করবেন, সেই সময়ের মধ্যে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে।