constable
কলকাতা: নিমতলা ঘাটে কালী প্রতিমা বিসর্জন চলছিল৷ ঘাটে মানুষের ভিড়৷ সেই সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে ভারী গাড়ির (জেসিবি) ধাক্কায় মৃত্যু হয় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের। মৃতের নাম সন্দীপ বর্মণ৷ বয়স ৩৪। বাড়ি জলপাইগুড়ি। কর্মসূত্রে কলকাতায় থাকতেন। দুর্ঘটনা ঘটানো গাড়ির চালককে মঙ্গলবার বিকেলেই গ্রেফতার করেছে উত্তর বন্দর থানার পুলিশ৷ ঘাতক চালকের নাম আব্দুল আজিম৷ বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর (৩০৪এ ধারা) অভিযোগে মামলা রুজু করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, বুধবারই আদালতে তোলা হবে আব্দুল আজিম৷
পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটের মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ হয়ে যায়। এর পরেও আধ ঘণ্টা সেখানেই ছিলেন কর্তৃব্যরত পুলিশকর্মীরা। ৩টের পরে নিমতলা ঘাট থেকে তাঁরা নিজেদের গন্তব্যে চলে যান। সোমবার রাতে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিত খান বলেন, ‘‘রাত প্রায় সাড়ে ৩টে। ঘাট তখন শুনশান৷ কলকাতা পুলিশ বা পুরসভার কর্মীরা কেউই ছিলেন না। হঠাৎ দেখি, একটি বড় কালী প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে আসছে প্রায় একশো মানুষ।’’ সেই সঙ্গে একটি শিশুও প্রতিমার পিছনে গঙ্গার দিকে এগোচ্ছিল। ওই শিশুটিকেই আটকাতে যান সন্দীপ। তখন গঙ্গা থেকে কালী প্রতিমা সরানোর জন্য একটি জেসিবি কাজ করছিল। সেটিই পিছন থেকে কর্তব্যরত পুলিশ কর্মী সন্দীপকে ধাক্কা মারে। তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷