প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় CBI দফতরে হাজিরা প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় CBI দফতরে হাজিরা প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর

bibhas adhikari

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। আগেই নোটিস দেওয়া হয়েছিল তাঁকে৷ বুধবার তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। এর আগেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল৷ তবে প্রতিবারই হাজিরা এড়ান বিভাস। সিবিআই সূত্রে খবর, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত বিভাস। অনুব্রত মন্ডলের সঙ্গেও যোগ ছিল তাঁর। উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগ পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা ছিল বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতি বিভাসের৷ মানিক যোগে একাধিক বি.এড কলেজে অনুমোদনেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে প্রাক্তন এই তৃণমূল নেতার বিরুদ্ধে। 

এর আগে বিভাসের বাড়ি এবং আশ্রমে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। তাঁর কলকাতার ফ্ল্যাট সিলও করে দিয়েছে ইডি।  এদিন সিবিআই দফতরে ঢোকার মুখে বিভাস জানান, সিবিআই তাঁকে কিছু নথি আনতে বলেছিল৷ সেটই নিয়ে এসেছেন৷ নিয়োগ দুর্নীতি মামলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পরই সিবিআই-এর নজরে আসে বিভাস৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =