ফের রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়ানায় বন্দুক বাজের হামলায় মৃত ৪

ফের রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়ানায় বন্দুক বাজের হামলায় মৃত ৪

ইন্ডিয়ানা: মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুকবাজের হামলা অব্যাহত। রবিবার আবারও আকস্মিক হামলায় রক্তাক্ত হল আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশ। স্কুল, লাইভ কনসার্ট, প্যারেড গ্রাউন্ডের পর বন্দুকবাজদের এবারের লক্ষ্য শপিং মল। জানা যাচ্ছে রবিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় ইন্ডিয়ানা প্রদেশের একটি শপিং মলে ক্রেতাদের উপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে এক ব্যক্তি। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। আহত দুই। পালটা হামলায় নিহত হয়েছে বন্দুকবাজও।

এই হামলা প্রসঙ্গে ইন্ডিয়ানার মেয়র মার্ক মায়ার্স জানিয়েছেন, ‘আমরা আজ সন্ধ্যায়  গ্রীন রোড পার্ক মলে ব্যাপক গুলিবৃষ্টির সাক্ষী হয়েছি। এই আকস্মিক হামলায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এর সঙ্গেই গ্রীনউডের মেয়র জানিয়েছেন, এই হামলার মূলচক্রী অর্থাৎ সশস্ত্র ওই বন্দুকবাজকেও ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে।’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাদের হামলা নতুন কোনও ঘটনা নয়। চলতি বছরে গোটা দেশ এইরকম একাধিক আকস্মিক হামলার সাক্ষী হয়েছে। চলতি মাসের প্রথম দিকেই ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিকাগো প্যারেড গ্রাউন্ডে একইভাবে গুলি বৃষ্টির ঘটনা ঘটেছিল, যাতে প্রাণ হারিয়েছিলেন অন্ততপক্ষে আটজন। একইভাবে মে এবং জুন মাসেও একাধিক বন্দুকবাজের হামলা হয় আমেরিকার বিভিন্ন প্রান্তে। বাদ যায়নি স্কুলের পড়ুয়ারাও। জুন মাসের প্রথমেই একটি প্রাথমিক স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে শিশু এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ মোট ১৯ জনকে হত্যা করেছিল এক বন্দুকবাজ।

বলে রাখা ভালো যত দিন যাচ্ছে ততই আমেরিকায় এই বন্দুকবাদের হামলার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় জুন মাসেই বহু চর্চিত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে আইন হয়েছে এরপর থেকে বন্দুক কেনার আগে ক্রেতার রেকর্ড আরো বেশি করে খতিয়ে দেখা হবে। একইসঙ্গে বন্দুক রাখার জন্য ক্রেতাকে বেশ কিছু শর্তও পূরণ করতে হবে। কিন্তু সেই আইন যে এমন আকস্মিক হামলাকে নিয়ন্ত্রণ করতে রীতিমতো ব্যর্থ হচ্ছে রবিবার ইন্ডিয়ানার শপিংমলের এই বন্দুকবাজের হামলার ঘটনাই তার প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =